আজ ঐ দুর্নীলিমায় যায় শোননা যায়,
কোন বা মায়ের আর্তনাদ!
ধর্ম-বর্ম যা ছিল তা সব ডিঙিছে বর্ণবাদ।
নিত্য দিনি আঁকছে ওরা দুর্বলেরি মৃত্যুফাঁদ,
ওদের ছলে মরছে মাজলুম, করছে শুধু আর্তনাদ।
আরাকানের ঐ ছোট্ট ভূমি নয় ভূমি আজ মৃত্যুপুরী, চিতাস্থল,
রোহিঙ্গাদের করুণ মৃত্যু ভার করেছে পৃথ্বীতল।
রোজ নিশীতে শয়ন ছেড়ে উঠছে ওরা চমকে,
কাল অঘরী মৃত্যু নিয়ে আসছে বুঝি দমকে।
শিশুর দেহ করছে দহন নারীর লজ্জা করছে হরণ।
নিঃস্ব ওরা কষ্টে ওরা নীর হারা আজ ওদের কারন।
যন্ত্রনাতে ফাটছে হিয়া ঝরছে আঁখি যায়নি জাতের বিশ্বাস,
জাত ভাই মোর নয়তো সাড়া, দিচ্ছে তাড়া ছাড়ছে শুধু নিশ্বাস।
নির্যাতনে সব খুয়েছে নেই যে থাকার স্থান,
ঠাঁই না দিয়ে মিত্র-সখা তাদের করছে প্রস্থান।
এই কি ওদের নিত্য প্রসাদ, কষ্ট বিষাদ হচ্ছে শুধুই বিস্তার,
খোদার আরশ কাঁপবে যেদিন পাইবেনা কেউ নিস্তার।