আজ আমি নির্বাক,বিষণ্ণ, ব্যদনাহত, মর্মাহত!
একি পৃথিবীর প্রতিচ্ছবি চারদিকে হাহাকার, আর্তনাদ।
মরীচিকার ছলে ভ্রম রটেছে সারাবিশ্বে,
কোথাও এতটুকু নেই ঠাঁই শান্তিতে শ্বাস নেওয়ার!


নটরাজ যেন উন্মাদ হয়ে আগোমন করেছে ধরায়,
তারি তান্ডবে সংসার মাচিয়েছে ত্রাস।
জাতি আজ অসহায়,অবহেলিত,অত্যাচারিত!
খুন ধর্ষন রক্তের হোলী খেলায় মেতেছে ছদ্মবেশী নরপিশাচ।


এ নয় শুধু সার্থন্নেশী শাসকের স্বৈরাচার!
এ এক নির্যাতিত নগ্ন বোনের দীর্ঘ শ্বাস, ক্রন্দনরত এক মাতার অভিশাপ।
বিস্ময়! একি বিস্ময়! চতুষ্পদ জন্তুকেউ হার মানিয়েছে,


কেমন জাতি এরা?
এদের এতটুকু নেই লাজলজ্জা,মনুষ্যত্ববোধ,মানবতা!
বিকলাঙ্গ পশুর ন্যায় মৃতদেহের রক্ত চুষে খায়।


নরখাদকের হিংস্র থাবায় মানবতা টলে গেছে,
গুরিয়ে দিয়েছে মনুষ্যত্ববোধ।
হিংসার দাবানলে ঝলসে যাচ্ছে অজস্র নিরীহ প্রাণ,
যালিমের রোষানলে প্রাণ হারাচ্ছে নিরীহ জনগণ।


এদের দায় কে নিবে?কে দিবে অশ্রু সিক্ত মাতার প্রতিদান!
নাকি শুধু ধুকে ধুকে মরার জন্যই জন্ম এদের?
কে দিবে এর উত্তর? কে করবে সমাধান?
জাতি আজ হতবাক বিস্ময়!