পৃথিবীতে স্বার্থ ছাড়া হয়না সম্পর্ক
তুমি আমি দুজনার পরিচয় মিছে
ত্যাগে ভোগে অধিকার বিরাট পার্থক্য
পছন্দের অপছন্দ বিরক্তিতে আছে
দিয়েছি উজার করে শুধু ভালোবেসে
আমারও প্রয়োজন বুঝেছে বিধাতা
স্বজ্ঞানে সুস্থ চিন্তায় রেখেছিল পাশে
অন্তরে পবিত্র প্রেম বিনিময় প্রথা


মঙ্গল কল্যান যদি বিধাতা না চায়
তবে কেন দুজনকে বাঁধিল একত্রে
অচেনাকে আপনাতে ভাবি কি আশায়
মায়া মমতার নীড়ে রাখি অন্ন বস্ত্রে
নিজের দিকটা যদি দেখি ক্ষয় ক্ষতি
অন্য জনের হিসাবে লাভের উন্নতি