আমার সারাটা দিন মেঘলা আকাশ,
আষাঢ়ের বৃষ্টি চোখে ঝরে অবিরাম,
সুখের প্লাবনে ভেসে অকূলে এলাম,
দুঃখের মেঘ উড়ায় শীতল বাতাস।
বর্ষার বাদল দিনে উঠোন কোণায়,
এলো কেশে ভেজা বেশে আঁচল পাতিয়া,
লাজুক রাঙ্গা চরণে আসিতে নাচিয়া,
বন্দি হতে খিল এটে বুকের খাঁচায়।


আজ এই আষাঢ়ের দিনগুলি স্মৃতি,
বৈশাখ জৈষ্ঠ্য আশ্বিণ কার্তিক ফাল্গুন,
পৌষ মাঘ চৈত্র নেই ভাদ্র অগ্রায়ণ,
বারোমাস আঁখি জলে শ্রাবণ দুর্গতি।
সাগর জোয়ারে পূর্ণ কানায় কানায়,
বৃষ্টির বিরহ ব্যথা নয়ন ভাসায়।