আমার সনে তোমার ভাবের অভাব,
কাতরে বিণয় করি নতশিরে আমি,
অবজ্ঞায় অবহেলা তুচ্ছ ভাব তুমি,
জীবনভর ডাকিলে দাওনা জবাব।
মনিবের অনুগত গোলামী আমার,
সর্বদা প্রস্তুত থাকি হুকুম তামিলে,
অক্লান্ত প্রচেষ্টা কেন সকল বিফলে,
ভুল ভ্রান্তি শোধরাতে অনীহা তোমার।


বিপথগামীকে যদি না কর উদ্ধার,
বিপদ আশঙ্কা বুকে চাই পরিত্রাণ,
অভিমানে তুমি দিলে চির অকল্যাণ,
মুক্তির সন্ধান দাতা জগতে কে আর?
মঙ্গলময় জীবন কৃপার মহীমা,
সহজভাবে করিও অসহায়ে ক্ষমা।