বুকে আরশী নগরে রেখেছি যতনে,
আত্মার আত্মীয় তুমি অনন্ত অতিথী,
দিবানিশী সঙ্গোপনে প্রাণের সারথী,
নিত্য সহযাত্রী পাশে আমার জীবনে।
হৃদয়ের আকুলতা কাছে দুরে থাকা,
মর্যাদার উচ্চাসন পেতেছি অন্তরে,
গৌরবে মহান আমি অনুগত শিরে,
ছদ্মবেশে ভালোবেসে কেন দাও ধোকা?


বানিয়ে রঙ মহল মানুষের মনে,
ভিতরে বাহিরে জানি বিরাজিত সদা,
স্থায়ী প্রণয়ে হয়না চুক্তির ওয়াদা,
বাঁধিতে প্রেমের ডুরে ক্ষণিক জীবনে।
মুক্ত স্বাধীন ইচ্ছায় সর্বদা উদাস,
অসন্তুষ্ট চিত্তে মোর ঘটে সর্বনাশ।