আবার সাজাবো আমি নতুন পৃথিবী,
আছে কি আমার কাছে? তোমাদের দাবী।
শোধিতে সকল ঋণ অঙ্গিকারবদ্ধ,
কর্তব্যের কাছে যেন হয়েছি আবদ্ধ।
যতক্ষন থাকে মোর জীবনের শ্বাস,
ভুল করে হইওনা কখনো নিরাশ।
অপেক্ষার আশা নিয়ে চেয়ে থাক পথ,
নিশ্চয় ফিরব তবে ভুলিও শপথ।


আপন প্রিয়জন কে অধিকার নিয়ে,
কি এমন চাওয়ার? অপ্রকাশ ভয়ে।
মনে বড় স্বাদ জাগে মিটাতে সকল,
ব্যর্থতার গ্লানি বুকে প্রচেষ্টা বিফল।
তবুও কঠিন পণ সমরে জীবন,
দুঃখ কষ্টের মাঝেও বাঁচার স্বপন।