কে বলে মানুষ মরে বুঝিনা ব্যপার,
জন্ম মৃত্যু টানাটানি পৃথিবীর বুকে,
আল্লাহ ঈশ্বর হরি নিরাকারে থেকে,
মানুষ মরিলে তবে হবে কি বিচার?
সৃষ্টি করে শ্রেষ্ট বলে জীবনের ঋণ,
কর্মে আদেশ নিষেধ বিধির বিধান,
পাপ পূণ্য শত্রু মিত্র মুক্তির সন্ধান,
অনাদায়ী পরিশোধে প্রতিজ্ঞা কঠিন।


বিচার দিবসে দিবে শাস্তি পুরস্কার,
প্রিয় অপ্রিয় মানুষ স্রষ্টার আপন,
অফুড়ন্ত নেয়ামতে স্বর্গের ভূবন,
নরক অনলে পুড়া ন্যায্য অধিকার।
মাটির গড়া মানুষ মাটিতে বিলীন,
পঁচা দেহের বিচার মরিলে কঠিন।।