করনি কবুল তুমি শ্রেষ্ট উপহার
ভালোবাসা ছিল যত মনেতে আমার
মিথ্যে হল স্বপ্ন আশা যা ছিল হৃদয়ে
নিভেছে চোখের আলো অশ্রুধারা বয়ে
ব্যথার আঘাতে শুধু ভেঙ্গেছে শপথ
জীবনে মরনে বাঁধা গতিহীন পথ
আকুল প্রানের মাঝে প্রেমের আরতি
পুরোনো অতীত মুছে বিরহের স্মৃতি


বকুল বিছানো পথে তোমার গমন
নিয়েছো কুসুম ছিড়ে রঙিন ফাগুন
শত পরাজয় দিয়ে বিজয় উল্লাসে
অধিক ভালোবেসে যা প্রতিশোধ হেসে
বুকের গভীরে চেপে কষ্টের দহন
সাজিয়েছি চির সুখে বিদায়ের ক্ষণ