বিকাল বেলার গল্প ভাল নাকি মন্দ,
আকাশ কুসুম ভেবে দ্বিদা আর দন্ধ,
কবিতা গানের মাঝে জীবনের ছন্দ,
মনের চিলে কৌঠায় সুখের আনন্দ।
গোধূলীর লাল আভা রাঙ্গাতে হৃদয়,
প্রকৃতির হাসি খুশি ফুলে ফলে রয়,
কল্পনার আল্পনাতে বিশ্ব করি জয়,
ভালবাসা প্রেম প্রীতি সাজানো সময়।


পৃথিবীর কোলাহলে একাকী নির্জনে,
নয়নের দৃষ্টি সীমা দিগন্তের কোণে,
নীলিমার কাশফুল হৃদয় গগণে,
শূণ্যতার হাহাকার উচাটন মনে।
ভাবনার অন্তরালে বিরহের জ্বালা,
অবশেষে সন্ধ্যা নামে আঁধারের খেলা।।