কোন সুরে ডাক সদা বুঝিতে না পারি,
তুমি আমি কাছে দুরে থাকি দিবানিশি,
হাসি কান্না সুখে দুঃখে মোরা প্রতিবেশী,
কত গান প্রাণে বাজে ওহে বংশীধারী।
তন্ত্রে মন্ত্রে বিনা যন্ত্রে বাজাও বাশরি,
মুখে নাহি ঠোটে ফোটে মধুর সে ধ্বনি,
সত্য মিথ্যা দ্বিদ্ধা দ্বন্দ কর্ণে যত শুনি,
প্রেম প্রীতি ভালোবাসা গোলকে যে পরি।


গোপনে প্রকাশ্যে যেন বাজে বাঁশি সুরে,
নিরলে নিরবে তুমি বসিয়া নির্জনে,
অদৃশ্যে লুকিয়ে কেন মিলন বাঁধনে,
জ্ঞানের অভাবে ডুবে চিত্ত যায় পুড়ে।
অন্তরে আসিয়া গাও অবিরত সুরে,
গৌরব মর্যাদা ভেদে  তুমি আমি দুরে।