মানুষের অন্তর যে খোদার আরশ,
বিশ্বাসী মুমিন বান্দা দেখে দিব্য জ্ঞানে,
সেজদা পূজা অর্চণা পবিত্র চরণে,
আকার সাকার রুপে পাইতে পরশ।
মসজিদ মন্দিরে যে খোঁজে দিবানিশি,
কিতাবের ভাঁজে ভাঁজে বিধানের লেখা,
জাত ধর্ম নির্বচারে দিয়ে যায় ধোকা,
আল্লাহ ঈশ্বর হরি কয় জনে বোঝে?


একমাত্র স্রষ্টা যিনি সৃজনে মানুষ,
পাঠালেন পৃথিবীতে অভিপ্রায় মনে,
সাজিয়ে মানব দেহ আকৃতি গঠনে,
হস্ত পদ চুক্ষু কর্ণ জ্ঞান বুদ্ধি হুশ।
নাসিকার অনুভুতি জীবনের স্বাধ,
জগতের ভেদাবেদে জাতি বরবাদ।।