মানুষের দুটি রুপ ভিতরে বাহিরে
নিজেই নিজেকে চেনা বড় মুশকিল
কথার প্রকাশে চায় কভু ব্যবহারে
পরিচয় তোলে ধরা সহজ জটিল
ভিতর বলে আপন বাহিরের পর
বিশ্বাসে আকড়ে থাকে আত্মীয় স্বজন
মায়া মমতায় বাঁধে সম্পর্কের ঘর
আবেগের অনুভুতি সন্দেহে ভাঙ্গন


মানুষের জন্ম একা পৃথিবীর বুকে
স্নেহ আদর যতনে লালন পালন
দায়িত্ব কর্তব্য বোধে অধিকার সুখে
অবহেলা অনাদরে হৃদয়ে দহন
প্রেম প্রীতির বন্ধন সবার উপরে
বাঁচার তরে মানুষ শত্রু মিত্রু গড়ে