আমাকে পাওয়ার যে আনন্দ দেখেছি
হারানোর কোন ভয় নেই কেন তোর
আত্মার প্রফুল্ল সুখ প্রশান্তি বুঝেছি
সম্পর্কের দাবী কভু আপন না পর
অন্তরে যে প্রেম ছিল মুখের প্রকাশে
কৌতুহলি মনে নিত্য অবান্তর প্রশ্ন
নিশ্চয়তার জবাব শান্তনায় পিষে
গুরুত্বহীন ভাবলি মূল্যবান রত্ন


তোর প্রয়োজন খুঁজে নিত্য ব্যবহারে
নিজেকে করেছি তু্চ্ছ বিধি শুধু জানে
কখন লাগবে কাজে তোর অধিকারে
সতর্ক দায়িত্ব বোধে সচেতন মনে
আমার চেষ্টা প্রচেষ্টা অবিশ্বাসে ভরা
বিরক্তির দোষ খুঁজে প্রতিশোধ ধারা