জীবন বড় সুন্দর সত্যের সন্ধানে,
চরিত্র শ্রেষ্ট সম্পদ অমূল্য রতন,
শিক্ষার মূল উদ্দেশ্য ব্যক্তিত্ব গঠন,
সম্মানে উচ্চ মর্যাদা সাফল্য অর্জনে।
যৌবন স্বপ্ন বিলাস নষ্টের কারণ,
আবেগ মুক্ত স্বাধীণ চঞ্চল ভাবনা,
অস্থির দিন রজণী অতৃপ্ত বাসনা,
অজান্তে ভুল আকড়ে বিপথে গমণ।


কথা কর্ম ব্যবহারে আত্ম পরিচয়,
ন্যায় নীতি সততার উত্তম মানুষ,
স্বার্থ ত্যাগে সমজোতা সর্বত্রে আপোষ,
শত্রু মিত্র আলিঙ্গণে ধরা শান্তিময়।
সভ্য সুশীল সমাজ মানুষের গড়া,
যত্নে সাজায় জাতিকে সুশিক্ষিত যারা।