শুনেনা করুণ কান্না নিঠুর পৃথিবী,
বুকের মাঝে কি ব্যথা কেউতো জানেনা,
মলিন বদনে নিত্য চোখে ঝরে ঝর্ণা,
এই ভূবনে আমার অহেহুক দাবী।
দুঃখ যদি হয় মোর জীবনের সাথী,
সুখ কেন পৃথিবীতে দিলে তুমি বিধি,
অপবাদে অভিশাপ সাধে নিরবধি,
মায়া মমতার আশা কপালে দুর্গতি।


জনে জনে ভালোবেসে কষ্ট উপহার,
হৃদয় আকাশে মেঘ বৃষ্টি ভেজা আঁখি,
বেদণা বিধূর সুরে কাঁদে প্রাণ পাখি,
এই কি ছিল পাওনা জগতে আমার।
যন্ত্রণার আহাজারি আহত আঘাতে,
প্রতিদানে উপহাস শান্তণা দুহাতে।।