কি দিয়া মন কাড়িলা যাদু মন্ত্র কিসে,
এ দেহ আমার কাছে প্রাণহীন খাঁচা,
কি যন্ত্রণা ক্ষুদ্র বুকে ভালোবাসা পুষে,
কি সুখের স্বপ্ন আশা পৃথিবীতে বাঁচা।
বান্ধিয়া প্রেমের ডুরে অন্তরটা কষে,
বিরহ অনল জ্বেলে হৃদয় কুটিরে,
ক্রন্দিত আঁখিযুগল দিবানিশি ভাসে,
আলোর প্রদীপ শিখা জীবন আঁধারে।


হারাতেই যদি হবে কেন পরিচয়,
ভুল বুঝে অভিমানে সম্পর্কে ভাঙ্গন,
তবে কেন দুজনার মন বিনিময়,
কঠিন দুরত্ব বাড়ে স্মৃতির জীবন।
পিরিতের মায়াজালে আটকানো মন,
বেঁচে থেকে প্রেমিকের হয় যে মরণ।।