ক্ষুধা তৃষ্ণা নিবারণে করেছি ক্রন্দন,
নিষ্ঠুর পৃথিবী দেখ আমার বদন।
আহার জোটেনি বলে ক্ষূদার্ত উদর,
নিদ্রাহীন চোখে দৃষ্টি আজব শহর।
বাচার তাগিদে আজ অসহায় বেশে,
করুণার দান পেতে তোমাদের পাশে।
অবহেলা অনাদরে অবজ্ঞায় তুমি,
কোন দিন কি মানুষ ছিলাম না আমি?


ওহে ধনীর দুলাল বিলাসী মানুষ,
জন্ম স্বাধীনতা বল আমার কি দোষ?
স্রষ্টার অধীনে সৃষ্টি সুন্দর ভূবনে,
ন্যায় নীতি মানবতা ভালোবাসা মনে।
দায়িত্ব কর্তব্য যত ভুলে আমাদের,
বাচার অধিকার কি শুধু তোমাদের?