চঞ্চল মন এখন ছুটেছে সন্ধানে,
কাজল আঁকা দুচোখে দৃষ্টি অপলক,
ভাগ্যলিপি সুপ্রসূন্ন কপালের তিলক,
হৃদয় সীমান্তে খুঁজি বসে আনমনে।
মাতাল পবনে সুর সুমিষ্ট কথার,
রিনি ঝিনি বাজনায় কাঁকনের ছন্দ,
আলতা রাঙ্গা চরণে কাছে আসা দন্দ্ব,
প্রেমের নীড় বেঁধেছে অন্তরে আমার।


অপরুপ প্রকৃতিতে স্বর্গের অপ্সরী,
পৃথিবীর কোলাহোলে লজ্জাবতী চুপ,
পূর্ণিমায় আলোকিত জোনাকির রুপ,
আকাশের নীলিমায় থাকে নীলাম্বরী।
দিবস রজণী কাটে চিন্তা মগ্ন ধ্যানে,
অপেক্ষায় আছি শুধু উতলা নয়নে।।