চুপ চাপ এই রাত আধো ঢাকা চাঁদ,
আঁধারে জোনাক জ্বলে আলোর বিলাস,
পশরা সাজিয়ে বসে লজ্জা অভিলাষ,
নারী দেহে ভাঁজে ভাঁজে পুরুষের স্বাধ।
পতীতার অলঙ্কার কলঙ্কের জ্বালা,
জীবনের উপহার সুশীল সমাজে,
নিন্দা ঘৃণা অপবাদে নিত্য ঢোল বাজে,
সভ্য ভদ্র বেশধারী পুরুষের খেলা।


নিশীতে ফোটে গোলাপ কোমল পাঁপড়ি,
হাসনা হেনার গন্ধ বাতাসে বিলাতে,
রজণীগন্ধা কামিনী কুঁড়ায় প্রভাতে,
প্রতিদিন শয্যাসঙ্গী স্বীকার কুমারী।
অসতী খেতাবে নারী বদনাম রটে,
পুরুষের ভোগে সুখ হাসি ফোটে ঠোটে।