কি করে যে বাঁচি আমি পৃথিবীর বুকে,
দুচোখে শ্রাবণধারা ফাগুন হরিয়ে,
অতীতের স্মৃতি ভুলি চিতায় পুড়িয়ে,
সুখের প্রহর গুলি মিলনের সুখে।
জীবনকে খালি হাতে কি করে সাজাই,
রিক্তের বেদনা যত শূণ্য এ ভূবন,
শান্তণায় পাশে রবে নেই সে আপন,
মরণের পিছু ডাকে ভরসা যে নাই।


অঙ্গে জড়ানো বসন কষ্টের চাদর,
কপালের রাজটিকা কলঙ্কের ফোটা,
দুঃখে সাজানো পালঙ্কে নিদ্রা ছটফটা,
বদনাম বয়ে আনে বৈশাখীর ঝড়।
ভালোবাসা এসেছিল কাঁদাতে আমায়,
প্রেমের ছলনা মিছে বাঁচার আশায়।