নিশি দ্বিপ্রহর কালে যমুনার কুলে,
শুনিয়া শ্যামের বাঁশি বিনোদিনী রাধা,
উদাসী মন পড়িল কৃষ্ণ প্রেমে বাঁধা,
কলঙ্কের মালা গাঁথে জাত কুল ভুলে।
রাধা রাধা বলে বাঁশি বাজায় সদায়,
জ্বলে পুড়ে রাধারাণী ঘরেতে উতলা,
মনে প্রাণে বাড়ে শুধু নিদারুণ জ্বালা,
ব্যকুল মধুর সুরে ডাকিল আমায়।।


বন্ধু শ্যামরায় সখি বসে বৃন্দাবন,
শুনিলে বিঁষের বাঁশি ঘরে থাকা দায়,
কৃষ্ণ প্রেমে পুড়া দেহ কি করি উপায়,
মানি না জাত কুলের শাসণ বারণ।
জল আনিবার ছলে যাব যমুনায়,
হেরিয়া শ্যামের রূপ নয়ন জুড়ায়।