মন ছুটে সারাবেলা মুক্ত প্রজাপতি,
বাবা বলে বই পড় মা বলে লিখতে,
ভাইয়া চায় খেলতে আপুর বকাতে,
সোনার টুকরো ছেলে করে মাতামাতি।
বাবার মিষ্টি আদর মায়ের মমতা,
ভাই বোনের স্নেহের আমি কচি খোকা,
মানুষ হতে জগতে চাপ পড়া লেখা,
কড়া শাসন বারণে তাই ফাঁদ পাতা।


স্কুলের শিক্ষকগণ কান্ডজ্ঞান হীন,
লেখা পড়া না পারিলে কান ধরে মলে,
মাষ্টারের বেত্রাঘাত বাসার টেবিলে,
বাংলা ইংরেজী গণিত বড়ই কঠিন।
কি করে বলি তাদের ইচ্ছেটা আমার,
করব না লেখা পড়া শিক্ষিত বেকার।।