মানুষ তুমি সুন্দর করেছো বড়াই,
মনের মাঝে লুকানো বিজ্ঞ শয়তান,
জ্ঞান বুদ্ধির বিবেক শিক্ষা দীক্ষা নাই,
মানুষের ক্ষতি করে বিজয়ের গান।
অনিষ্ট সাধনে স্বার্থ করে অন্বেষণ,
সাফল্যের শীর্ষাসন মিথ্যার রাজত্ব,
মঙ্গল কল্যাণ লাভে সত্য বিসর্জন,
সুখের রঙ্গ মহলে কুলষিত চিত্ত।


ক্ষুধা তৃষ্ণা নিবারণে ভুলে মানবতা,
ছলে বলে কৌশলের নানা আয়োজন,
মানুষের দ্বারে দ্বারে আছে ফাঁদ পাতা,
ধন সম্পদ লুন্ঠণে আত্মসাতে খুন।
স্রষ্টার শ্রেষ্ট সৃজন সুন্দর মানুষ,
কুপথে কুকর্মে লিপ্ত জগতে বেহুশ।