ক্ষণিকের সুখ পেতে জীবনের তরে,
বিচরণ ভুল পথে নিত্য ভবঘুরে।
স্বাধীনতা মনে প্রাণে ডুবে অন্ধকারে,
পথিকের পথ চলা দূর বহুদূরে।
পছন্দের স্বাদ পেতে স্বার্থ অন্বেষণ,
আনন্দের হাসি খুশি মিথ্যা আবরণ।
সাফল্যের জয় গানে কাঁদে দুনয়ন,
কল্পনার স্বপ্ন আশা শুধু অকারণ।।


মানুষের বেঁচে থাকা ভোগ বিলাসীতা,
জগতকে লুটে নিতে নেই সমজোতা।
বাস্তবিক কর্মকান্ডে শুধু বর্বরতা,
তপস্যার মূল মন্ত্র সত্য বিরোধীতা।
কাম ক্রোধে লোভী সদা হিংসাত্মক প্রাণী
মৃত্যু পথে যাত্রা কালে শূণ্যহাত খানি।।