ষোড়শীর মিঠা প্রেমে বিঁষাক্ত ছোঁবল,
কলিজায় দংশিলেও নেই কোন দোষ,
উজানে বিঁষের জ্বালা অজ্ঞান বেহুশ,
মরণ যন্ত্রণা সয়ে প্রেমের পাগল।
ফুটন্ত তাজা গোলাপ সুভাষ ছড়িয়ে,
বাতাসের কানে কানে পাঁপড়ি কোমল,
আকাশের বুকে লিখে প্রেমের গজল,
কাঁটার আঘাত হানে অন্তরে বিঁধিয়ে।


অবুঝ হৃদয় ভুলে নাগিনী গোলাপ,
তিতা মিঠা দিদ্ধা দন্ধে আবেগ প্রবন,
শত্রু মিত্র অনায়েসে পবিত্র বন্ধন,
স্বপ্নের ভূবনে যাচে সুখে প্রেমালাপ।
জ্ঞানহীন বোধ শক্তি সাজানো প্রহর,
বুকের পাঁজর যেন রক্তাক্ত প্রান্তর।