আয় না সখি বল না কি তোর বায়না,
হৃদয় উজার করে প্রেম ঢেলে দিব,
তোর সুখে হাসি মুখে দুঃখ কষ্ট নিব,
যা কিছু আছে চাওয়া আমাতে পাওনা।
শান্তির আশ্রয় তোর স্বপ্নের পৃথিবী,
ভূবনে সাজিয়ে স্বর্গ নিরাপদ নীড়,
সাবধানে পাহারায় হুশিয়ারী বীর,
সুধা যত প্রয়োজন অধিকারে দাবী?


আয় সখি দেখে যাবি কত আয়োজন,
তোর জীবন রচনা হাসি খুশি গানে,
পরম আনন্দে তুই মুখোরিত প্রাণে,
নরক অনল নিভে বসন্ত কানন।
শীতল পরশ দিতে পিছু হাটি ছায়া,
তোর জন্য উপহার ভালোবাসা মায়া।।