কে লিখিল জগতে আমার এ ভাগ্য
চাওয়া আনন্দ চিত্তে পাওয়াতে মন্দ
সুখ শান্তির ভূবনে এ আমি অযোগ্য
জ্ঞান বুদ্ধির বিবেকে কর্মকান্ডে অন্ধ
দায়িত্ব কর্তব্য বোধে অধিকার ভোগ
অচেনা অপরিচিত শত্রু মিত্র খেলা
দুঃখ কষ্টের যন্ত্রণা স্বার্থ উপভোগ
অতৃপ্ত আশায় ভাসে জীবনের ভেলা


ধন্য মানব জীবন পৃথিবীর বুকে
সময়ের ব্যবধানে হাসি খুশি কান্না
কেউ কারো প্রয়োজন অনুভবে চুকে
ন্যায় নীতির আদর্শে সত্য মিথ্যা শুনা
বিধির কলমে লেখা ভাগ্য নির্ধারিত
অবিশ্বাসে যদি পাপ বিশ্বাসে সীমিত