বসতির ঘর বাড়ি শহর নগর,
গ্রাম গঞ্জের ঠিকানা অচেনা দেশের,
বিশ্ব বহ্মান্ডে সর্বত্র সন্ধন কিসের ,
কোথা পাব পরিচয় কে দিবে খবর?
আকাশে পাতালে নয় কাছে কিবা দুরে,
ডানে বামে কোন দিকে সামনে পিছনে,
পূর্ব পশ্চিমে কোথায় উত্তরে দক্ষিণে,
জলে স্থলে খুঁজি বৃথা আমার অন্তরে।


আসল নকল নামে ডাকা ডাকি সদা,
জগতে প্রমাণ নেই কেউ পেল দেখা,
অভিমানে অনুরাগে কেন দাও ধোকা,
আকার অস্থিত্বহীন বিরাজে সর্বদা।
নিরানন্দ বেদনার স্পর্শে সুখ শান্তি,
ভালোবেসে বুকে টেনে ভাঙ্গ ভুল ভ্রান্তি।