এ-ই পৃথিবীতে এসে মানুষের ভিড়ে,
কে জানিস ওগো সখি হারালাম কারে?
মূল্যহীন ভেবে যাকে করিনি যতন,
কি ছিল ধন দৌলত মানিক রতন?
ছয়জনে পরামর্শ দিল কত মোরে,
চালানের লাভ ক্ষতি কে হিসাব করে?
নকল হাটে দালালে সাজি খরিদ্দার,
ডাকাতি করিল শেষে যা ছিল আমার।


ভালবেসে যারে আমি হয়েছি আকুল,
বুঝিনি সে যে শুধুই কাগজের ফুল।
সুগন্ধে মন আনন্দে কুঁড়িয়ে দুহাতে,
চিত্ত ক্ষত বিক্ষত কাঁটার আঘাতে।
ভঙ্গ করে রঙ্গ মেলা শেষ অভিনয়,
ভুলের মাসুল দিতে কেউ কারো নয়।