কলঙ্কিনী তোমায় কোরে সমাজ হাসে তোমায় নিয়ে।
সে সমাজের সভ্য মানব
লিপ্ত থাকে কামে।
কাম বাসনা মিটাও তুমি পয়সা দু-এক আসে ।
কি আসে, কার কি তাতে?
কাম বাসনা আমরা মেটাই
সমাজ দোষে শুধ্য তোমায়!
কে করেছে পতিতা তোমায়?
কে করেছে ভোগ্য পণ্য?
কি দোষ তোমার, কোনটা দামি?
সভ্য মানুষের কাম বাসনা
নাকি তোমার ক্ষুধার জালা।