ভালো আছি বলতেই হয়, হয়তো আছি,
                     কিন্তু সত্য নয় ।


            আদর্শ মানুষ হতে চাই, শুধু ভয় হয়,
                     মিছিলে যাবার ।


            গণতন্ত্র আছে বলতে হয়! হয়তো আছ,
                    কিন্তু অধিকার নাই।


         স্বাধীনতা আছে, পতাকাও আছে, সবই আছে,
                 তবু আজও ভোট চুরি হয়!


        সংসদ আছে, সদস্যরাও আছে, মন্ত্রিও আছে,
                    তবু প্রতিনিধি নাই!
  
কথাতো অনেক হয়, শোনাও যায় অনেক, কিন্তু কাজের নয়,
             যা হয়, তা কেবল গোল টেবিলেই হয় ।  
          
              সেনাবাহিনী আছে, সামর্থও আছে।
         তবু, হারাতে হয় বীর সেনাদের পীলখানাতে!
              
                        কৃষক আছে,
এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল রক্তে কেনা মাটিও আছে,
                    তবু মাটির মানুষ নাই!


                  আমাদের সব বোধই আছে,
                     শুধু লজ্জা বোধ নাই ।