অমিত সম্ভাবনায়, বেচে থাকার যে আশা,
নদীর জ্বলে হেটে বেরানো জোড়া শালিকের ভালবাসা।
নাম নাজানা যত পাখির কলরব,
সদ্য ফোটা নবীন পদ্মের মাঝে পানকৌড়ির হেটে চলা,
কলকাকলি মুখর নদীর পাড় ঘেঁষে সবুজ ঘাসের মাঝে ঘাস ফড়িং এর আনাগোনা।
তারই সাথে কাশফুলের কমল ছোঁয়ায় এগিয়ে চলা,
জীবন দায়ী বায়ু দোলা দিয়ে যায়;
জারুল ঝোপের মাঝে।
আর,
পিপাসিত প্রজাপতিরা করে আসা যাওয়া,
জোনাকির আলোয় মৃদু আলো ছায়ার খেলা।
ঝাউ বনের মাঝে কত শত প্রাণের মেলা
তবু স্বাদ জাগে তোমাকে দেখার
এত প্রাণের মেলায়, রয়ে গেছে অপূর্ণতা!