হয়তো তোমার জন্য প্রতারণা হবে অন্যের সাথে।
হয়তো তোমার জন্য ভেসে যেতে হবে শুকনো পাতার মতো।
হয়তো তোমার জন্য চোখের কোণ রয়ে যাবে এক বিন্দু জল।
হয়তো তোমার জন্য সুখি রেখে মিথ্যা করে বলতে হবে ভালবাসি।
হয়তো তোমার জন্য পুঞ্জীভূত জল হয়ে যাবে স্বচ্ছ পাথর।


                                            পাথর চাপা কষ্ট নিয়ে দুঃখ সুখের ছন্দ নিয়ে,
                                            এমনি করে চলে যাবো, সুখের হাসি মুখে নিয়ে।
                                            ছোট্ট ঘরে দুজন মিলে, সংসার নামের খেলা খেলে,
                                            দুঃখ শুধু র‍য়ে যাবে মনের মাঝে কাব্য নিয়ে।  
                                            বাস্তবতায় ক্লান্ত হয়ে, মিলিয়ে যাবো ঘুমের মাঝে,
                                            মাটির মানুষ ধুলো হয়ে, মিশে যাবো তোমার সাথে।
                                            এটাই হল বাস্তবতা, মাটির সাথে মিলন গাঁথা!
                                            বাস্তবেতে  এড়িয়ে চলা, বেলা শেষে মাটির খেলা।
                                            মাটির টানে মিলবো দুজন,জীবন কালে; পাবার আশা।