আজ আমি অঝোরে কেঁদেছি
অনেকদিন পর কাঁদলাম।
আবেগহীন বলো তোমরা যাকে,
পৃথিবী আজ তাকে কাঁদতে দেখেছে।
তাচ্ছিল্যের স্বরে তাকে নিয়ে খেলেছে, বেশ।
অন্তরের কি প্রচন্ড রক্তক্ষরণ,
বেদনার নীল রঙ অকারণ,
চারপাশ দম বন্ধ হাহাকার।
পরিজনের উপহাস;
এসব, খুব সাধারণ মামুলি ঘটনা।
হায়! যদি ওরা জনত -
কত জনমের অশ্রু চাপা দেয়া এই দুটি নয়নমাঝে,
কয়েকটা মহাসাগর নিশ্চই হবে তাতে
সেথায় আমার দুঃখ তরী বইবে -অবিরত
বিতৃষ্ণার জীবন পানে চাইবে আশ্রয়
শেষ আশ্রয়!