অনেক খুঁজেও পাইনি তোমায়,
ফরিয়াদ হে প্রভু জমেছে প্রচুর,
দেখোনি এ অধীনের পানে চেয়ে
পরিশেষে তোমায় পেলাম-বিষের নীলে!


ঝরাপাতার মত শেষ বিকেলে,
অস্তাচলের খানিক আগে,
চেয়েছিলাম তোমার দ্বারে শেষ আশ্রয়ে
পরিশেষে তোমায় পেলাম-বিষের নীলে!


বয়োবৃদ্ধ হয়েছি, ভাঁজ পড়েছে কপালে প্রভু,
ভুলিনি তোমায় কভু,  প্রদীপ নিভু নিভু,
মাড়িয়েছিলাম ঝরা-পাতার জীবন প্রান্তরে
পরিশেষে তোমায় পেলাম-বিষের নীলে!


ছুটন্ত প্রাণ, অন্তিম ইচ্ছা জাগরণ,
জানতে চায় কেন মরণ করলে সৃজন?
হে প্রভু! ভূলোক-দূলোকে খুঁজলাম তোমাকে
পরিশেষে তোমায় পেলাম -বিষের নীলে!