এসো হে জলকণা,
দু'জনেতে ভিজি।
জীবনের সাত রঙে,
নতুন করে সাজি।🍀🍀


চাপা কান্নারা ধুয়ে যাক,
তোমার অঝোর ধারায়।
ক্লেশ-যাতনা হারিয়ে যাক,
সুশীতল ঝিরিঝিরি মূর্ছনায়।🍀🍀


ধুয়ে যাক মর্মর সব গ্লানি,
নির্যাসমিশ্রিত  প্রেমের ছবিখানি।
কবিদের শত অপ্রাপ্য রৌপ্যমুদ্রা,
বাতাসে বাতাসে তাই জানাজানি।🍀🍀


তন্তুময় জন্মের অগোচরে,
জলের শব্দের বেগে নিঃসৃতা শর্বরী।
খুঁজে  নিয়ে হয় - পূতঃপবিত্র,
তরুণের প্রিয় বর্ষাস্নাত বিভাবরী।🍀🍀


নিত্য ললনার ললাটপটে আঁকা,
এ স্নিগ্ধ জলনিমগ্ন স্নেহের পরশ।
বর্ষা -রজনীতে মিলে একাকার,
যেন একটি, আরেকটির আজন্ম বশ।🍀🍀


----------xxxxxxxx----------
------------xxxxxx-----------
--------------xxxx------------
---------------xx--------------
----------------X--------------🌿🌿🌿