পাক খেতে খেতে ক্রমশ দূর্বল হবে,
হারাবে তীব্রতা, নিস্তরঙ্গ হবে অন্তর্জাল।
পবন হারাবে দিশা, স্তিমিত হবে তার রেশ
ঢেউ খেলানো মহা সমুদ্রের টাল-মাটাল।


চক্ষু জুড়াবে, প্রাণ কুড়াবে আনন্দ,
সমাপনী বৃক্ষের পদ্য নিরানন্দ।
অন্তরে বাজে অবাক  বিরহের গীত
তবুও ছেয়ে আছে  আদিম উল্লাসের প্রীত।