হায়রে মানবতা!


তুমি এক সাগর সমান ব্যথা-বেদনা নিয়ে
কোন এক নিঝুম দ্বীপে বসে আছো
নিশ্চই একা। -হে মানবতা!
বসে আজ ভাবছ, হেরে গিয়েছ তুমি
হেরে গিয়েছ  কিছু কূপমন্ডুকদের কাছে।
তোমার পরাজয় আর গ্লানির চূড়ান্ত পরিণতি
দেখেছে বিশ্ব।
কেঁদেছে -কেঁপেছে তোমার বহু শিষ্য
স্মৃতিতে অমলিন সে নৃশংস দৃশ্য।
হায়রে মানবতা!
কত দীর্ঘশ্বাসের যে অন্ত-গাঁথা
পাহাড় সম আকূলতা নিয়ে
কত বিভাবরী পার হল,
কয় আদিত্য অস্ত হল,
তবুও তোমায় পাওয়া হল না
সারা জনমের তুমি সাধনা
হায়রে মানবতা!
তুমি বড় অভিমানী -
যাও চলে যাও দূরে,  যত পারো তত দূরে।


আমরা - অবিমৃশ্যতায় মুগ্ধ নয়নে
কোন ধেয়ে আসা ঝড়ের প্রহর গুনি
অপেক্ষায় শোনার,
নিকষ কালো বজ্র-নিনাদ ঘন্টা-ধ্বনি।


সব পংকিলতার এইবারে যেন হয় শেষ।
ধুয়ে যাক, মুছে যাক,
বিন্দুমাত্র দুরাচারের রেশ।
মানবতাই হোক - পরিশেষ।