'পরাজিত' শব্দটি শোনার আগ মূহুর্তেই
যেন আমার শিরোচ্ছেদ হয়।
আমি অবিনাশী, অজর, প্রেমহীন
উন্মত্ত। আমি নীলাদ্রী।
আমার পেয়ালায় চুমুক দিয়াছে
লক্ষ বাদশাহ, যুদ্ধংদেহী জানবাজ
আমিই শেষ। আমি নীলাদ্রী।
আমার বক্ষ স্বয়ং বর্ম
চোক্ষে আগুন-হুংকার ধর্ম
হস্তযুগল লৌহ চর্ম
প্রাণ সংহার আমার কর্ম।
আমিই নীলাদ্রী।
আমি প্রতি মানবের মাঝে নিহিত
কেউ জাগায়, কেউ না
আমাকে যে পাইল,  সে সব পাইল।
আমি অবিনাশী, অজর,  প্রেমহীন-সর্বজয়ী।
আমি নীলাদ্রী।