ক্লান্তিহীনেরে শুধাইছে পথ
আর কত কাল পদব্রজে বিক্ষত করিবে?
উপরিতল, নিশছিদ্র অতল?
দ্রোহী প্রাণ তার উছলিয়া কয় -
"যত কাল রহিবে অন্যায়-অবিচার- অবাধ পাপ"
"যত কাল উষর প্রান্তরে আধ-পেটা চাষী
দেখিবে খরতাপ"
"যত কাল লোলুপের করাল গ্রাসে নিজেকে
ভক্ষণ করিবে - জলাশয়- হ্রদ-নদী-সমুদ্র"
ততকাল আমি থাকিব।
ততবারই আমি গর্জে উঠিব।