লাশের মিছিলে তুমি আর আমি
সারি ধরে হেঁটে চলি পাশাপাশি।
আমাদের ঠান্ডা হাত,পাঁজর চেরা আর্তনাদ,
মাঝে রয় অবিরত দেহাবশেষদের ঝগড়া বিবাদ।
এ কেমন পৃথিবী অন্ধকার প্রগাঢ়?
এক ফোঁটা অম্লজানের নেইকো যোগাড়।
চারিদিক হাহাকার, আর্তচিৎকার ;
যেন কেউ খুলে দিয়েছে মৃত্যুর দুয়ার।
এদিক-সেদিক ছোটাছুটি, বিনিদ্র রজনী
অসহায় পানে চেয়ে স্বজনের শীতল চাহনি।
চিতার অগ্নি শেষ, কবরেতে নেই ঠাঁই
তাতেও কিছু লোকের ব্যবসা করতে যে চাই।
সেবা নেই, ধর্ম নেই,  নেই মায়া আর মোহ
প্রকৃতি আপন চক্রে আদিষ্ট, দেখিয়ে চলেছে তার রুদ্র-দ্রোহ।
বায়ুকণায় আজ মাংস-পোড়া তীব্র গন্ধ উৎকট
জানিয়ে চলেছে মৃত্যুর আন্দোলন প্রকট।
কীহবে লোভে,পাপে,শাপে আর তাপে
দু'দিনের সংসার ভেলা সাংগ যে হবে।
হার না মানা দৃশ্যের অপেক্ষায় হই-বিলীন
নতুন দিগন্তে সূর্য উঠবেই একদিন।
হাসবে শিশু আগামীর, সকল জরার হবে লয়,
হীন হবে অন্তরের ভয়, মানবের নেইকো পরাজয়।