পর পর দু দুটি মৃত্যু সংবাদ।
একটি গভীর রাতে, একটি শেষ বিকেলে।
কয়েকটি চাপা কান্না,
সাথে অবুঝ চোখের পাঁপড়ি মেলে।
গভীর রাতে খস খস খস পায়ের আওয়াজ পাই
জানালার গ্রিল ধরে শুধুই দেখে যাই।
ছয় জন লোক নিয়েছে খাটিয়া কাঁধে
তাতে জড়ানো লাশ সাদা কাফনে বেঁধে।
রেখে গেল সম্পদ,সন্তান- অফুরান
সবই আছে নেই সেই তেজদীপ্ত প্রাণ।
আর দেখা যাবে না শুভ্র সে লম্বাটে কায়া
এতক্ষনে পচে গলে গিয়ে হয়েছে সারা!
এত কিসের গরব বা অহংকার?
আজ বা কাল, কাল নয়ত পরশু,
মৃত্যু আসবে দুয়ারে, করবে প্রাণ সংহার।