তুমি নিষ্পাপ হে আগামীর বাহক
তুমি ঘুমাও নিশ্চিন্তে।
কি সহজ তোমার চাহনি;
নেই কোন ছলা-কলা, পলকের অন্তে।


তোমার কচি হাতে নেই ব্যস্ততার  রেখা
অন্তরে নেই কদর্যের ধারাপাত।
আছে ভালবাসার অফুরান হাসি;
তাতেই করো বাজিমাত।