অদ্ভুত আকাশ ;
আভাময় অর্ধ, সফেদ ঝাপ্সা বাকিটা
পাখির কলতান, মৃদু সমীরন;
হু হু দোলানো,  মন মাতানো।
বহুকালের পরে যেন গজে ওঠা
প্রকৃতির নাশ-রুপ হতে বাঁচতে চাওয়া
একটি পৃথিবীর আকুতি।
তাতে মিশে রয়েছে ক্ষান্ত দেয়ার কথা;
আর তাতে ছেয়ে আছে অনিশ্চয়তার- অনুভূতিও ; শেষ হওয়ার কথা
সূর্য যেমন চাই,
বৃষ্টি চাই, অগ্নি চাই,
বারুদঘর চাই!
পাখির ডাক এখনো শোনা যায়
জলের শব্দের বেগ পাওয়া যায়
পাখি-জল-তৃনে লিখে চলেছে অবিরাম
নব জীবনের কাব্য
মানবের পরে -দিন রাত,  হরদম!