আজ না'হয় করলে অবজ্ঞা
তাচ্ছিল্যের হাসিতে ভাসালে আমায়
দু'চোখ গড়িয়ে হয়ত পড়েনি পানি
তবে অন্তরের ক্ষরণ জানে -বিধাতা সর্বদায়!


"অভার কোয়ালিফাইড" শব্দের গভীরতা জানো?
জানো কত বিনীদ্র রজনীর বৃথা আস্ফালন?
তর্জন-গর্জন?
অবজ্ঞাভরা অন্তরের বিষে পেষণ করলে আমায়।
দুঃখ ফোঁটা বারিবর্ষণে দিলে নামায়।


আজ তাই হু-হু মৃদু বাতাসে
খোলা মাঠে একা বসে,
ভাবি নিরিবিলি, দেখি ক্ষয়ে যাওয়া পাতা
গোধূলীদের অবসান হওয়া।