" গহীনে অরণ্য"


যতই গভীর, ততই অগভীর
প্রলুব্ধতায় জীবনের প্রবাহ;
আচমকা উঁকি দেয়া না-পাওয়ার পাল
তোলে কিস্তিতে অহ রহ।



" সীমারেখা শেষ "


শেষ স্রোতে গা ভাসানোর আগে
দু দন্ড বিশ্রাম; চোখে মুখে ঘাম।
নির্বিষ দন্তের সময়ের উপহাস
বক্রের সরলীকরণ, সদা ছদ্মনাম।