গল্প গুলো সত্যি হয়, অনেক সময় মিলে যায়
রেশ থাকে শেষে যায়, যেমন প্রথম কবিতায়।


দেখেছিলাম, মেখেছিলাম ঈষৎ ভালোবেসেছিলাম
ত্রিনয়নের নেশায় পড়ে, দূরান্ত পাড় দিয়েছিলাম।


দীপ্ত কিরন মাখা শেষে, ঠায় দাঁড়িয়েছিলাম
আস্তাকুঁড়ের কাকের মত, কি যেন কি খুঁজেছিলাম।


পথ হারিয়ে বাঁক হারিয়ে, অজানাকে দেখেছিলাম
বোহেমিয়ান জীবনটাকেআপন করে নিয়েছিলাম।


দেখেছিলাম সাধু, অনেক ছাইয়ের জীবনমূল
সাথে কাঁটার ফুল, পাঁপড়ি গন্ধে আকূল।


মেঠো পথে বাঁকের ধারে অনেক রঙের পট
তাতে সরল জীবন নেই কোনজটিল জট।


সারা দুপুর ভ্রমণ শেষে, জিরাই কিছুক্ষণ
এমন সুখ-পরম পাওয়ায়,উদ্বেল সারাক্ষণ।


নিশির আভায় লুকায় যে চাঁদ,পূর্ণ প্রকাশ তাতে
প্রকৃতিপ্রেমিক তাকিয়ে দেখে,ঈশ্বর ডাকে তাকে।