আহা মরি কোন রুপ ছিল না
ছিলনা অতিরিক্ত ছলনা
ছিলনা স্বর্গীয় আবেশের ব্যঞ্জনা
মাধুর্যময় তর্জমা।


তবুও কী -যেন সাথে মিশে একাকার
হয়েছিল তার।
রুপ লাবণ্যে।
আহামরি কোন রুপ কিন্তু ছিল না।


প্রেয়সীর হাত আজ ঠান্ডা - হিমশীতল
শিরা-উপশিরা দৃশ্যমান।
সমাপ্তি যত মান-অভিমান,
দু'জনের ভেলায় একজনের প্রস্থান।