প্রতিশোধ


তুমি আমায় যেভাবে পুড়িয়েছ,
যেভাবে করেছ ভারসাম্যহীন।
যুগ যুগান্তরে আমাদের যেভাবে করেছ ঘরছাড়া,
যেভাবে হয়েছ মানব গোষ্ঠী হতে দানব গোষ্ঠী
কথা দিলাম ঠিক সেভাবেই আয়োজন করব সমাপ্ত,
তোমাদের নির্মূলের।


উঁচু অট্টালিকার আড়ালে, সভ্যতার খাঁজে খাঁজে, আজ
বন্দী জীবন।
অসহায় শত দেশের লক্ষ জীবন
মৃত্যুপুরী যেন আমাদের এই স্বপ্নবসুধা!
মেটাচ্ছে ক্ষুদ্র পিশাচ তার পুরনো ক্ষুধা,
প্রতি নিঃশ্বাস ঘেরা ভয় আর অবিশ্বাস
চুকাচ্ছে বহুকালের হিসাব-নিকাশ।


সমগ্র ভূখন্ড ভ্রমণ করে
সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে
ক্ষুদ্রপিপাসু তার অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে,
"কথা দিলাম ঠিক সেভাবেই আয়োজন করব সমাপ্ত, তোমাদের নির্মূলের"।


চারদিক আজ লাশের গন্ধ
শ্বাস কষ্ট, ভারাক্রান্ত -এ কেমন প্রতিশোধ?
যেন হাজার বছরের জমতে থাকা ক্রোধ
হাজারো বন্য শাবকের আর্তনাদ।
সৃষ্টিকর্তা লিখে দিলেন পবনবক্ষে
এখন "শুধুই প্রতিশোধ", " শুধুই আর্তনাদ "
লাশের মিছিল অস্পৃশ্য, হৃদয় বিদারক দৃশ্য
হয়ত হবে একদিন শেষ, এ দুর্দিন।


আমরা আবারো মেতে উঠব হিংস্র বাসনায়
আবারো প্রকৃতির নাশ হবে আমাদের ইচ্ছায়,
আবারো, শুরু হবে ক্ষণ গণনা -
নতুন কোন শত্রুর প্রতিশোধের অপেক্ষায়।
সবকিছু স্তব্ধ হবে আবারো, চক্রক্রমিক নিয়মে।